সাক্ষরতা মানুষের অধিকার। জাতিসংঘ সাক্ষরতাকে প্রত্যেক ব্যক্তির জন্মগত অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আর সাক্ষরতা হচ্ছে শিক্ষার একটি প্রক্রিয়া যা নিরক্ষরতা দূরীকরণ ও মানব উন্নয়নে ভহমিকা রাখে। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা, বিভিন্ন আমর্ত্মজাতিক ফোরামে অংগিকার ও সরকারের রাজনৈতিক অংগিকারের আলোকে দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষে১৯৯৩ সালে সর্বপ্রথম সরকারী ভাবে উপানুষ্ঠানিক শিক্ষাধারার মাধ্যমে ইনফেপ প্রকল্প চালু করা হয়। এই সময়ে বিসত্মৃত পরিসরে উপানুষ্ঠানিক শিক্ষাকর্মসূচীতে বেগবান করার লক্ষেতৎকালীন প্রাথমিক গণশিক্ষাবিভাগের অধীনে প্রকল্পের আওতায় ১৯৯৫ সালে উপানুষ্ঠানিক শিক্ষাঅধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক অধিদপ্তরের পরিবর্তে ১৭ এপ্রিল ২০০৫ সালে উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো গঠন করা হয়। সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সমগ্র দেশ থেকে নিরক্ষরতা দুরীকরণ এবং নিরক্ষর জনবল জীবন ধর্মী প্রশিক্ষনের মাধ্যমে মানব সম্পদে রম্নপামত্মর করার লক্ষেগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ০২ জানুয়ারী ২০০৬ সালে উপানুষ্ঠানিক শিক্ষানীতি অনুমোদন করেন। বর্তমানে উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর আওতায় শহরের কর্মজীবি শিশুদের জন্য মৌলিক শিক্ষাপ্রকল্প এবং মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ চলমান রয়েছে। আরো কয়েকটি প্রকল্প গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উপজেলা অফিস পরিদর্শন :
প্রতি মাসে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর উপজেলা প্রোগ্রাম অফিসারদের অফিস পরিদর্শন করা হয়। সদরপুর, চরভদ্রাসন ও সালথা উপজেলাতে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর উপজেলা প্রোগ্রাম অফিসারের অফিস আছে।
মনত্রণালয়ের অফিস/বিভাগের অফিস : প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের, ওয়েব সাইট : www.mopme.gov.bd
অধিদপ্তর/ব্যুরোর অফিস : উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর, ওয়েব সাইট : www.bnfe.gov.bd
উপজেলা অফিসসমূহ : সদরপুর, চরভদ্রাসন ও সালথা।
অনলাইন যোগাযোগ : email : www.adfaridpur@bnfe.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস