Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

              (১)    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাথে সংশিস্নষ্ট বেসরকারী সংস্থার (এনজিও) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর মাঠ পর্যায়ের   

            কার্যক্রমের সার্বিক তাদারকি করা;

(2)                প্রতিমাসে উপজেলা পর্যায়ে বিভিন্ন সংস্থার বাসত্মবায়নাধীন কার্যক্রমের কমপক্ষে৩০টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করা, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি যাচাই করা এবং ত্রম্নটি বিচ্যুতি পরিলক্ষত হলে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা;

 

(3)               উপানুষ্ঠানিক শিক্ষ ব্যুরোর আওতাধীন বিভিন্ন প্রকল্পের জেলা পর্যায়ে নিযোজিত কর্মকর্তার কর্মস্থাল ত্যাগ,নৈমিক্তিক ছুটি অনুমোদন এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন;

 

(4)                সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির পদক্ষপ গ্রহণ করা;

 

(5)                উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর কেন্দ্রসমূহের সুপারভাইজার,সহায়ক/সহায়িকা,কেন্দ্র ভিত্তিক শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ, সংরক্ষণ এবং সেগুলো প্রধান কার্যালয়ের এম আই এস শাখায় প্রেরণ করা;

 

(6)               জেলা  পর্যায়ের কর্মচারীদের বেতন-ভাতা ও আনুষাংগিক খরচের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন এবং মাসিক খরচের হিসাব বিবরণী নিয়মিত সদর দপ্তরে প্রেরণ করা;

 

(7)                জেলা পর্যায়ে বাজেট প্রণয়ন ও সদর দপ্তরে প্রেরণ করা;

 

(8)                জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা প্রকিউরমেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা;

 

(9)                জেলা পর্যায়ে প্রতি ২ মাসে ১ বার উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভার আয়োজন, সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন এবং মাসিক সভার প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ;

 

(10)            এনজিও কর্তৃক বাসত্মবায়িত কর্মসূচির বিপরীতে দাখিলকৃত হিসাব বিবরণীর মাঠ পর্যায়ে যাচাই করে প্রতিস্বাক্ষরপূর্বক সংশিস্নষ্ট কর্তৃপক্ষর নিকট প্রেরণ;

 

(11)             উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির বাসত্মবায়নের নিমিত্তে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলার অন্যান্ন সরকারী/বেসরকারী বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা;

 

(12)            এ ছাড়া প্রধান কার্যালয় ও জেলা প্রশাসন কর্তৃক সময়ে সময়ে যে অর্পিত অন্যান্য কার্যাবলীর সম্পাদন।